What do you think?
Rate this book


196 pages, Hardcover
First published February 1, 1968
" মাসির মেয়ে মাসে মাসে পেত এক টাকা করে। কিন্তু মাসি বলেন খাওয়া-দাওয়ায় মেয়ের রুচি নেই, সে নাকি বড্ড একা! শুনে আমরা আশ্চর্য হয়ে গেলাম, একা আবার কাকে বলে? আমাদের বাড়িতে কারো একা হবার জো নেই। অভিমান করবার জো নেই, অমনি আর পাঁচজন তাকে জোর করে টেনে বের করে আনত, কি হল, কে কি বলল, তারো পত্রপাঠ একটা ব্যবস্থা করে ফেলা হত, রাগ দুঃখ মনখারাপের কোনো জায়গাই রাখা হত না।"