এই বই আমার কি ভাল লেগেছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। খেলাধুলার সাথে সাহিত্যের ছোয়া দেওয়ার কাজ বেশ অসাধারণভাবে করেছেন এই লেখক! উনার সময়ে সাহিত্যতে খেলাধুলা নিয়ে তেমন কেউ লেখতো না, এমন এক বিপ্লব আনার জন্য উনাকে শ্রদ্ধা.....
তাছাড়া বক্সিং-এর বিভিন্ন নিয়ম, বিপক্ষ দলের মন বুঝা এবং সে অনুযায়ী স্টেপ নেওয়া, আরো অনেক স্নায়ু যুদ্ধ যে চলে বক্সিং-এ তা এই বই পড়ে ভালভাবে বুঝা যাবে......
এই গল্প হলো এক এমন এক যুবকের যে কিনা প্রচন্ড দারিদ্র্যকে হার মানিয়ে একজন বিখ্যাত বক্সার হওয়ার স্বপ্ন দেখে। তার মা অন্যের ঘরে ঝি-এর কাজ করতো এবং সেই ঘরে কোনো খাবার বেঁচে গেলে তার ছেলেকে জানালার পেছন দিক দিয়ে দিতো। আর যে ছেলেটি বক্সার হতে চাই সে গ্যারেজে কাজ করে করে বক্সিং practice করতো। গল্পের এসব ট্রাজেডি একদম বুকে গিয়ে লাগে, মনকে প্রচন্ড ভার করে দেই
বক্সিং খেলার সাথে যেভাবে philosophy দেখিয়েছেন! বেশ গভীর কিছু চিন্তাভাবনা ছিল, যা একদম আশা করিনি!
ভেবেছিলাম বক্সিং নিয়ে একটা গল্প হবে আরকি। কিন্তু এটা একদম বেস্ট একটা জিনিস বেরিয়ে আসলো! লেখকের লেখা আপনাকে সাহস দিবে, আবেগী করবে, আবার এমন কিছু philosophy টেনে আনছে যা মুগ্ধ করার মত। উনি একটা intensity এনেছেন লেখাতে এবং একটা seriousness ছিল, যার কারণে বইটি পড়তে নিজের মধ্যে seriousness অনূভব করবেন বা অন্যরকম একটা টান কাজ করবে পড়তে পড়তে
এই গল্পের সাথে মতি নন্দীর সাথে প্রথম মোলাকাত হলো। তবে এই বইটি পড়ার পরে উনার আরো কিছু বই পড়ার আগ্রহ অনুভব করেছি(মানে না পড়লেই নয় আরকি)।
যেমনঃ কোনি, ননীদা নট আউট,স্টপার,,
উনার এই বইগুলো পড়তে হবে.....