What do you think?
Rate this book


73 pages, ebook
Published May 11, 2011
'মনুষ্যজন্ম বড় যাতনার মা!
পাখি কিংবা গাছেদের সমাজে স্মৃতিদণ্ড নেই,
কিন্তু মানুষ?
ভুবন ভ্রমিয়া শেষে ফের এসে ঘর বাঁধে স্মৃতিশ্বরী নদীপাড়েই!'
"অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়—
আর এক বিপন্ন বিষ্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে,
ক্লান্ত-ক্লান্ত করে"।
"একজন মানুষের সাথে আরেকজন মানুষের সবচেয়ে বেশি মিল মনে হয় শৈশবেই, এরপর পথগুলো নানা দিকে যেতে থাকে। তাই হয়ত শৈশবই আমাদের সম্মিলিত ঐক্যের স্থান।"এই ঐক্যের কারণেই লেখকের স্মৃতিচারণ পড়তে পড়তে আমি হারিয়ে যাচ্ছিলাম নিজের সদ্যসমাপ্ত শৈশবে। একটু আগে করা প্রলাপ সেই কারণেই।
'মনুষ্যজন্ম বড় যাতনার মা।
পাখি কিংবা গাছেদের সমাজে স্মৃতিদণ্ড নেই। কিন্তু মানুষ?
ভুবন ভ্রমিয়া শেষে ফের এসে ঘর বাঁধে স্মৃতিশ্বরী নদীপাড়েই।'