Jump to ratings and reviews
Rate this book

সুন্দরবনে সাত বৎসর

Rate this book
This book is written by Bibhutibhushan Bandyopadhyay. It is Hardcover Product and form KAMINI PRAKASHALAYA.

84 pages, Hardcover

Published February 1, 2016

27 people are currently reading
388 people want to read

About the author

Bibhutibhushan Bandyopadhyay

204 books1,090 followers
This author has secondary bangla profile-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়.

Bibhutibhushan Bandyopadhyay (Bangla: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) was an Indian Bangali author and one of the leading writers of modern Bangla literature. His best known work is the autobiographical novel, Pather Panchali: Song of the Road which was later adapted (along with Aparajito, the sequel) into the Apu Trilogy films, directed by Satyajit Ray.

The 1951 Rabindra Puraskar, the most prestigious literary award in the West Bengal state of India, was posthumously awarded to Bibhutibhushan for his novel ইছামতী.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
140 (24%)
4 stars
283 (49%)
3 stars
125 (21%)
2 stars
25 (4%)
1 star
0 (0%)
Displaying 1 - 30 of 97 reviews
Profile Image for ফারহানা জাহান.
Author 5 books57 followers
July 14, 2021
বিভূতি বাবুর লেখা পড়লে মনে চায় সব ছাইড়া-ছ্যুইড়া বনে য্যায়ে থাকি। গাছের পাতা গায়ে দিমু, নানান জাতের ফলমূল খামু, গাছের মাথায় গোলপাতা দিয়ে একখান খুপরি বানায়ে থাকমু! সেটি হোগলপাতার পাটি বিছায়া উল্ট্যা থাইক্যা আকাশের তারা গুনমু রাইতের বেলা। সূয্য ওঠা দেখমু, চান্দের ডুবা দেখমু, পাখি দেখমু, হরিণ দেখমু, বাঘেত্তে পালামু, গাছের উপত্তে কুমিড়রে ঢেল মারমু, মাঝেমাঝে বান্দরগো সাথে এডাল-সেডাল দৌঁড়ায় বেড়ামু! মানষে আগে যহন গাছেত থাকতো, তখনি ভালা আছিলো! এহন মাটিতে পা দুইখান নামাইছে ঠিকই, তয় বাড়ার চোখ দুইখান আকাশ্যেত তুইল্যা থুইছে! ভাল্লাগে না বাড়া!

বইখান কিশোর উপন্যাস হিসেবে ভালা। বনের নানান কাহিনির বর্ণনা পড়তে নিলে মনডা আর এইসব শহুরে দালানকোঠায় থাকতে চাইবো না। ইজি রিড। পত্তি পারেন সগলি।
Profile Image for MD Mostafijur Rahaman.
133 reviews26 followers
October 3, 2024
বিভূতিভূষণ অন্য দশজন হিন্দু লেখকদের মতোই বাঙালি সংস্কৃতিকে হিন্দু সংস্কৃতির প্রতিশব্দ হিসেবে তুলে ধরেছেন : বাঙালি = হিন্দু। এতে হিন্দু শ্রেষ্ঠত্ববাদের পাশাপাশি মুসলমানদের অপরীকরণের জুলুমটাও ঘটেছে, লেখকের ইচ্ছায় বা অনিচ্ছায়। যেনবা মুসলমানরা বাঙালি নয়, যেনবা মুসলমানদের সাংস্কৃতিক রুচি বলতে কিছুই নেই।

সুন্দরবনে সাতবছর উপন্যাসে বিভূতিভূষণ দেখান, মগদের হাতে এক সম্ভ্রান্ত হিন্দু বাঙালি বালক অপহরণের শিকার হন। সুন্দরবনের প্রকৃতির ভয়াবহ সৌন্দর্যের পাশাপাশি লেখক দেখান, 'বাঙালির নীতিকথা, চেতনা ও শিক্ষায়' মগ বালক ও তার পরিবার ডাকাতি ছেড়ে দেয়, তারা বাঙালি (হিন্দু) আদর্শ-সৌন্দর্যের প্রতি আগ্রহী হয়ে ওঠে। ডাকাত পরিবার মগজীবন ছেড়ে সভ্যজীবনে ফিরে আসার প্রতিজ্ঞা করে। আপনাদের মনে করিয়ে দেই, বিভূতিভূষণ এই হিন্দু শ্রেষ্ঠত্ববাদের গল্প বলছেন জমিদার শাসন-নির্যাতনের যুগে।

সুন্দরবনে সাতবছর উপন্যাসের শেষপর্বে হিন্দুবালকের সাথে মুসলিম জেলেদের সাথে দেখা হয়। নায়ক জেলেদের মহানূভবতায় মুগ্ধ হন, তবে কিছুদিনের মধ্যেই ধরতে পারেন, 'মুসলিম জেলেরাও' শিক্ষিত না। মুসলিম জেলেদের মধ্যেও 'বাঙালি'দের মতো সৌন্দর্য উপভোগের ক্ষমতা নেই । উপন্যাসের শেষে নায়কের দেখা হয় এক হিন্দু মহাপুরুষের সাথে, যিনি বালককে ইতিহাস-সভ্যতার গল্প শোনান, নীতিবোধ ও উপভোগের সুখে মুগ্ধ করেন। শুধু সুন্দরবনে সাতবছর উপন্যাসেই নয়, চাঁদের পাহাড়-পথের পাঁচালীতেও এই প্রবণতা লক্ষ করার মতো।

মার্কিন ইতিহাসবিদ বারবারা মিটকেফ এই প্রবণতার নাম দিয়েছেন : 'টু লিটল'/ 'টু মাচ' :

- 'বাংলা সাহিত্যে' মুসলমানদের কথা অনেক কম। - হিন্দুরা 'আদর্শ বাঙালি'। বাঙালি মানেই দেহে আর্য সৌন্দর্য, হিন্দু ভদ্রতা ও মন। - 'মুসলমান শুধু মুসলমান, তার ইতিহাস-ঐতিহ্য-সৌন্দর্য বলে কিছু নেই। তারা 'ধর্মান্ধ' জেলে-মাঝি-চাষা।'

পুনশ্চ : বিভূতিভূষণ জমিদারের সহযোগী হিসেবে চাকরী করেন, গরুরক্ষা সমিতির প্রচারক হিসেবে দেশব্যাপী ভ্রমণ করেন। তবু বাংলা সাহিত্যের ইতিহাসে কোথাও বিভূতিভৃষণকে 'হিন্দুত্ববাদী লেখক' হিসেবে দেখানো হয়নি। এই ট্যাগ নজরুল-ফররুখ-আল মাহমুদদেরই কেবল জুটবে।
Profile Image for Ishraque Aornob.
Author 29 books403 followers
September 19, 2022
এক ছেলের মেলা থেকে দস্যুদের কবলে পড়ে সুন্দরবনে গিয়ে পড়ার কাহিনী নিয়েই লেখা বইটি। এরপর ছেলেটার সঙ্গীর সাথে বিভিন্ন অভিযান। অভিযানগুলো দারুণ রোমাঞ্চকর। পড়তে পড়তে মনে হচ্ছিল ছেলেটি নয় আমিই গিয়েছি বাঘ মারতে কিংবা সাপের মনি উদ্ধার করতে। সুন্দরবন থেকে চিটাগাং হয়ে ঘরে ফেরার মাধ্যমে কাহিনীর শেষ হয়। তবে মনে হয়েছে একটু দ্রুতই ইতি টানা হয়েছে। সুন্দরবনের সঙ্গীদের খুব সহজেই যেন ভুলে গেল ছেলেটা। আরেকটা ব্যাপারও স্পষ্ট: সামাজিক টান, বৈষয়িক ব্যাপার স্যাপার বৈরাগ্যের নেশা ভুলিয়ে দেয়ার জন্য যথেষ্ট।
Profile Image for DEHAN.
275 reviews86 followers
October 3, 2021
নিলু রায় তার দাদামশায়ের সাথে এসেছিলো মেলা দেখতে । সেখান থেকে তাকে কিছু ডাকাত অপহরণ করে সুন্দরবন নিয়ে আসে । সুন্দরবনের রোমাঞ্চকর অভিজ্ঞতা দিয়ে ভরতি বইটি খুবই সুখপাঠ্য ।
কে বলবে এই লেখক কোনদিন সুন্দরবনে গিয়ে বাঘের দৌড়ানি খায় নাই , মৌচাক থেকে মধু সংগ্রহ করে নাই কিংবা কুমিরের কামড় খায় নাই ! এতো চমৎকার বর্ণনা কাউরে সত্যি সত্যি সুন্দরবনে ছেড়ে দিয়ে আসলে সেও লেখতে পারবে কিনা সন্দেহ !
Profile Image for Dystopian.
434 reviews228 followers
April 16, 2023
বড্ড সুন্দর! বড্ড বেশিই সুন্দর!
বিভূতি-ভূষণ মুখোপাধ্যায় শৈশব কে যেন একেবারে নাড়া দিয়ে দিয়েছেন!
ছোটবেলায় আমরা যারা বই পড়ুয়া ছিলাম তারা কিন্তু অনেকেই এডভেঞ্চার পড়তাম! পড়তাম বনের কাহিনী! পড়তাম শিকারের গল্প!
যদিও লেখক কৈশোরে নস্টালজিয়ায় এনে দিয়েছেন তবুও বইটা বর্তমান বয়সেও কিন্তু বিন্দু পরিমান খারাপ লাগেনি।
কখনো অসাধারণ বর্ননায় মুগ্ধ হয়েছি, কখনো আবার বাঘ - সাপ এর গল্পে শিওরে উঠেছি। মায়ের কথায়, দাদুর কথায় ঠিকই আবেগ চেপে ধরেছে!

তবে এডভেঞ্চারের নেশা লেগে গেল যে! এখনি যেন চাঁদের পাহাড় আবার পড়তে ইচ্ছা করছে!
Profile Image for Rifat.
501 reviews328 followers
August 21, 2025
অনেক অনেকদিন পরে বিভূতি পাঠ, ভালো করে বললে শ্রবণ, গল্পকথন বাই কল্লোলের কল্যাণে।

উচ্চবিত্ত ঘরের ছেলে নীলু দাদার সাথে সুন্দরবনের কাছাকাছি একটা যায়গায় যায় বেড়াতে। সেখান থেকে ঘটনাচক্রে নীলু নিজেকে সুন্দরবনের সবুজে নিজেকে আবদ্ধ অথচ মুক্ত অবস্থায় আবিষ্কার করে। সমবয়সী বন্ধু অথবা ভাইয়ের মতো মনুর সাথে কেটে যায় অনেকটা সময়; চলে বাঘ, হাঙর কিংবা সাপের সাথে এডভেঞ্চার। কিশোর এডভেঞ্চার হিসেবে দারুণ, ভালো লাগলো, শুনতে শুনতে চমৎকার সময় কাটলো।

২১ আগস্ট, ২০২৫
Profile Image for Koushik Ahammed.
150 reviews12 followers
January 4, 2020
বইয়ের নাম শুনে মনে করেছিলাম আরণ্যকের মতো হবে হয়তো। চাকরি করতে গিয়ে ফিরে এসে স্মৃতি কথা লিখেছেন লেখক। আরণ্যক এ বনের যেই বর্ণনা মুগ্ধতা নিয়ে পড়েছিলাম সেই লোভেই এই বই শুরু করি।

কিন্তু এই বই আরও অনেক বেশি মুগ্ধ করলো। সেই সাথে আফসোস হলো আমার কৈশোরে এমনতরো বইয়ের সন্ধান পাই নি বলে।

দাদুর সাথে মেলা দেখতে গিয়ে ডাকাত দলের আক্রমণে সব হারিয়ে নীলুর আশ্রয় হয় ডাকাত মগ ডাকাত দলের সর্দারের বাড়িতে। ডাকাতের ছেলে মউংনু (মনু) র খেলার সাথী হিসেবে। আর সেই মগ ডাকাত সর্দারের বাড়ি জনমানবহীন সুন্দরবনের গহীনে। সেই থেকে শুরু। তারপর কখনো বাঘের আক্রমণ কখনো সাপের কামড় নাম না জানা গাছপালার বর্ণনা, নদীতে হাঙরের আক্রমণ এই সব ছাপিয়ে তিনটি কিশোর ��েলের অকৃত্রিম বন্ধুত্ব।

গল্পের শেষ দিকে কিছুটা সময়ের জন্য চট্রগ্রামের বিভিন্ন দ্বীপের সৌন্দর্যে চোখ ছানাবড়া হয়।

সময়টা ভালো কাটলো এই বইয়ের সঙ্গে।
Profile Image for Shadin Pranto.
1,471 reviews560 followers
September 2, 2022
বিভূতিবাবুর শ্রেষ্ঠতম কিশোর কাহিনি 'চাঁদের পাহাড়ে'র হয়তো ধারাকাছেও জায়গা পাবে না 'সুন্দরবনে সাত বৎসর'। তবু মুখুজ্জে মশাইয়ের স্বভাবসুলভ প্রকৃতিপ্রীতি এবং বর্ণনার সুবাদে সহজেই উতরে গিয়েছে এই ছোট্ট বইখানা।

ইংরেজের আমল তখনও শেষ হয়নি। দমন করা সম্ভব হয়নি জলের ডাকুদের। যখন-তখন তারা হানা দেয় মওকা পেলেই। কিশোর নীলু মেলায় গিয়েছিল তার দাদার সাথে। রাতে থাকতে হয়েছিল নৌকায়। গভীর নিশিতে হামলা করে জলদস্যুরা। নীলুকে ধরে নিয়ে যায় জলদস্যুর দল। আশ্রয় মেলে ডাকাত সরদারের বাড়িতেই। যেখানে রয়েছে নীলুর বয়সী একটি ছেলে। দু'জনের সাথে যোগ দিল আরও একজন। গড়ে উঠল চমৎকার এক মিতালি। নীলু কী সুন্দরবনেই থেকে যাবে? না কি সমাপ্তি ঘটবে এই বন্দিদশার?

সুন্দরবনের জীবন ও প্রকৃতি নিয়ে নিখুঁত বর্ণনা আমাকে মুগ্ধ করেছে। পড়তেই হবে - এমন ক্যাটেগরির বই এটি নয়। অবসর থাকলে পড়ুন 'সুন্দরবনে সাত বৎসর'। নিশ্চয়ই উপভোগ করবেন পুরো সময়টি।
Profile Image for Saima  Taher  Shovon.
523 reviews186 followers
September 18, 2019
Reading slump কাটাতে এই বই এর জুড়ি নেই👌👌👌আহা!সুন্দরবন
Profile Image for Nujhat Tabassum.
22 reviews4 followers
September 19, 2023
দাদামহাশয়ের সাথে গঙ্গাসাগরে তীর্থ-মেলা দেখতে এসে দস্যুদের হাতে কিভাবে পড়ে? কিভাবেই বা কাটে তার জীবনের সাতটা বছর এই গহীন অরণ্যে?!


ছোটবেলার সেই রোমাঞ্চকর অনুভূতি গুলো জ্যান্ত করে দিলেন বিভূতি-বাবু। শুধু বাঘ-ই যে সুন্দরবনের ভয়ের কারণ তা নয়, কখনো কখনো ভয়ে দেহ অবশ করে দেওয়া বাঘ বনের মহিষের কাছে ফিকে পড়ে যায়! সুন্দরবনের অভ্যন্তরীণ কোন্দল ও সৌন্দর্য সমানে ফুটে উঠেছে বিভূতিবাবুর লেখায়। একদিকে হাঙর, হরিণ, অজগর, কচ্ছপ, বাঘ; অন্যদিকে নীলু!
শুধু প্রাণিদের না এই গহীন বনে বসবাসকারী মানুষের জীবন ও বিচিত্র!
আর্থ-সামাজিক বৈপরীত্য, কুসংস্কার, জীবিকার তাগিদে করা অপকর্ম এবং সুন্দরবন।
Profile Image for Mithun Sarker.
358 reviews2 followers
August 22, 2024
"মাঝে মাঝে রাত্রে স্বপ্নের মধ্যে দেখি তিনি বলিতেছেন-দাদু, মানুষ হও, সময় কখনো নষ্ট কোরো না-কথাটা ছোট, কিন্তু মস্ত বড় উপদেশ জীবনের পক্ষে"

সুন্দরবনে সাত বৎসর
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

একটি দ্রুত কিন্তু খুবই উপভোগ্যযোগ্য বই। ভূমিকা পড়ে জানতে পারলাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুধু বইটি শেষ করেছেন, আর শুরুটা করেছেন অন্য কেউ।

বইটি বেশ ছোট ছিল, মাত্র ৮০ পৃষ্ঠার মত, তাই এটি শেষ করতে বেশি সময় লাগে নেই, এক বসাতেই শেষ করেছি। এটি প্রাথমিকভাবে একটি অ্যাডভেঞ্চার বই, তবে শেষটি বেশ দার্শনিক, বৃদ্ধের সাথে দেখার পর নীলুর জীবনে আরেক মোর আসে, - মানুষ হও বড়লোক নয়। বিভূতিভূষণ দারুণ দার্শনিক ও আনন্দদায়ক সমাপ্তি করেছেন বইটির।

এটি সুন্দরবন ভিত্তিক একটি ভালো অ্যাডভেঞ্চার বই। নীলু, মনু এবং নিবারনের অ্যাডভেঞ্চারগুলো খুব ভালো লেগেছে, মনে হচ্ছিল আমিও ওদের সাথে গভীর বনে আছি, বাঘ ধরতে। সুন্দরবনের সৌন্দর্য ও রুক্ষতা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে বইটিতে।

নীলুর পুরো গল্পটাই ছিল আকর্ষনীয়। তার দুঃসাহসিক কাজ, মনুর সাথে বন্ধুত্ব করা, শিকারে বের হওয়া এবং শেষ পর্যন্ত তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করা, এই সবই বইটিকে উপভোগ্য করে তুলেছে। চরিত্রগুলোর গভীরতা আছে। প্রথম দিকে গল্পটি শুধুমাত্র অ্যাডভেঞ্চার কেন্দ্রিক কিন্তু ধীরে ধীরে একটি বৃহত্তর অভিজ্ঞতায় পরিণত হয়।

৭.৫/১০

Sundarbane Sat Botsor
By Bibhutibhushan Bandyopadhyay

A quick yet very enjoyable book. After reading the introduction, I learnt that Bibhutibhushan Bandyopadhyay only finished the book, and the starting was done by someone else.

The book was short, and it didn't take much time to finish. It is primarily an adventure book, but the ending is quite philosophical. Bibhutibhushan has written a great philosophical and pleasing ending.

This is such a good adventure book based on Sundarban. The descriptions and the adventures of Nilu, Monu, and Nibaron were so good. The beauty and harshness of Sundarban have been depicted perfectly.

The whole story of Nilu was engaging. His adventures, making friends, going out to hunt, and ultimately trying a way to his mother, all of this made the book enjoyable. The characters have depth. The story at first is solely adventurous but slowly turns into a greater experience.

7.5/10
Profile Image for Monisha Mohtarema.
86 reviews2 followers
December 28, 2022
'আমার মনে চমৎকার একটা আনন্দ। মুক্তির একটা আনন্দ–যাহার ঠিক ব্যাখ্যা দিতে পারিব না। দাদামশায়ের সঙ্গে সুন্দরবনে না আসিলে এ আনন্দ পাইতাম কি? ছিলাম ক্ষুদ্র গৃহকোণে আবদ্ধ তেরো বছরের বালক। বিশাল পৃথিবীর বুকে যে কত আনন্দ, কী যে তাহার মুক্তিরূপা মহিমা, আমার কাছে ছিল অজানা।'

মানুষ বরাবরই মুক্তির স্বাদ পেতে চায়;কিন্তু মুক্তির স্বাদ যদি মিলে সুন্দরবনের গহীন অরণ্যে তাও আবার একদল মগ দস্যুদের সাথে তাহলে কেমন হবে ব্যাপারটা?নীলকান্ত রায় মুক্তির কথা ভেবে প্রথমে খুশি হয়েছিলো বটে কিন্তু সুন্দরবনে সাত বছর কাটানো কি সহজ কথা?নিজের পরিবার রেখে কিভাবে সেই সাত বছর কাটিয়েছিলো নিলু জানতে হলে পড়ে ফেলুন বইটি।কথা দিলাম খারাপ লাগবে না!
Profile Image for Ayesha Siddiqua.
87 reviews44 followers
October 26, 2025
সুন্দরবন। ঘটনাক্রমে নীলু এখানে পেয়েছে মনু আর নিবারণের মতো বন্ধু। ঘন জঙ্গল, মধুর চাক, অজগর সাপ, বাঘ-হরিণে-মহিষের সুন্দরবনে প্রায়ই লড়াই, বিপদসংকুল সীমানায় বারবার প্রাণ যাওয়ার ভয় তবুও নীলুদের এডভেঞ্চারের কমতি নেই। বনবেড়ালের ছানার ফাঁসে আটকা পড়ার সচিত্র বর্ণনা, বনবিবির দরগায় মোটা চালের ভাত, বেগুনপোড়া আর প্রসাদী মাংসের ভোজ! জঙ্গলের ধারে হেঁতাল গাছের ঝোপে সুন্দর সাদা ফুল! নিচে নামলেই বাঘে ধরবে তাই গাছের উপর পুরো রাত জেগে থাকা। ওঝা বৃদ্ধের সাপে কাটা নীলুকে সুস্থ করে তোলা, আর স্বপ্নে মায়ের হাতের গরম ভাত ও মাগুরমাছের ঝোল খাওয়ার আকুতি। এত চমৎকার! হাঙরের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে নীলু, অজগরের মাথায় সাপের মণি খুঁজতে রাতের পর রাত গাছে বসে কাটায় সে মনুর সাথে। সবশেষে সেই শিশুর মতো সরলপ্রাণ বৃদ্ধের সাথে নীলুর পরিচয়, যিনি সামুদ্রিক মাছ ও ঝিনুকের শাঁস খেয়েই দিন কাটান তবু করেননি মুক্তোর লোভ। সুন্দরবন সবসময় টানে, সবসময় ভালো লাগে। সেই সুন্দরবনে সাতটা বছর তাও বিভূতিভূষণের ভাষায়!

"বৃষ্টি-ঝরা মেঘপুঞ্জের দিন চাহিয়া দাদু সংস্কৃত কবিতা আবৃত্তি করিতেন। আমাকে সুর করিয়া সংস্কৃত কবিতার ছন্দলালিত্য যখন বুঝাইতেন, পিছনে বহিত অনন্ত নীল সাগর, মাথার উপরে মেঘভারাক্রান্ত নভঃস্থল, যেন কোনো নূতন দেশের নূতন জীবনের সন্ধান পাইলাম এতদিনে। সমস্ত টাকাকড়ির স্বপ্ন যাহার নিকট তুচ্ছ হইয়া যায়।" "সময় অমূল্য, সময় নষ্ট করিতে নাই।"
নান্দনিক!

কার্তিক, ১৪৩২
হেমন্তকাল
Profile Image for নাঈম ইসলাম.
99 reviews5 followers
November 9, 2025
সুন্দরবনে এখনো যাওয়া হয় নি তবে বই টা পড়ে মনে হচ্ছিল নিজ চোখে সুন্দরবন ঘুরে বেড়াচ্ছি।
Profile Image for Chandreyee Momo.
219 reviews30 followers
January 10, 2024
অসম্ভব রোমাঞ্চকর একটা বই। সুন্দরবনের দস্যুদের কবলে পড়ে নীলু নামের তেরো বছরের এক কিশোরের জীবনের একটা বড় অংশ পুরোপুরি পালটে গেলো। জঙ্গল, বাঘ, সাপ, কুমির, হাঙ্গর, সাগ��ের ভয়াবহ সব বিপদজনক অভিজান, গাছ ফুল পাতা নিয়ে অগাধ জ্ঞান আহরোণ, প্রকৃতির ভেতর মিশে যাওয়া, সূর্যাস্ত, সূর্যোদয়, রাতের লক্ষ কোটি নক্ষত্র, হরিণের পালের অসাধারণ সৌন্দর্য। কি নেই এই বইয়ে। ছোট্ট একটা উপন্যাসের ভিতর দিয়ে হারিয়ে যাবেন সুন্দরবনের ভেতরের সব অ্যডভেঞ্চারে।
Profile Image for Jannatul Firdous.
89 reviews178 followers
January 29, 2023
'সুন্দরবনে সাত বৎসর' ব‌ইটাকে শুরুতে ননফিকশন ভেবে পড়তে শুরু করেছিলাম। কয়েকপাতা পড়ার পরপর‌ই বুঝলাম এটা একটা উপন্যাস এবং বিভূতিভূষণের 'চাঁদের পাহাড়' টাইপের‌ই উপন্যাস। জানিনা এত আন্ডাররেটেট কিভাবে এটা!

চাঁদের পাহাড়ে বিভূতি তুলে ধরেছিলেন শংকরের আফ্রিকার জঙ্গলের রোমাঞ্চকর যাত্রার গল্প,এই ব‌ইটাতে তুলে ধরেছেন সুন্দরবনের গল্প।

ব‌ইয়ের শুরুতে এই ব‌ইটা সম্পর্কে রাজশেখর বসুর একটা মন্তব্য আছে,"সাহসিক অভিযান বা বিপদসংকুল ঘটনাবলির জন্য আফ্রিকায় বা চন্দ্রলোকে যাবার দরকার দেখি না,ঘরের কাছে যা পাওয়া যায় তার বর্ণনাই বাস্তবের সঙ্গে বেশী খাপ খায় এবং স্বাভাবিক মনে হয়। সুন্দরবন রহস্যময় স্থান,নিসর্গশোভা নদী সমুদ্র নানারকম গাছপালা বনজন্তু আর সংকটের সম্ভাবনা সব‌ই সেখানে আছে।'

গল্পের শুরু বড়লোক দাদার একমাত্র আদরের নাতিকে দিয়ে যে দাদার সাথে সুন্দরবনের কাছাকাছি একটা জায়গায় মকর সংক্রান্তি মেলায় আসে কিন্তু কোনো না কোনো ভাবে শেষকালে নিজেকে আবিষ্কার করে সুন্দরবনের জঙ্গলের ভেতরে মগদের এক বাড়িতে বন্দী অবস্থায় যেখান থেকে পালানো অসম্ভব।

বন্দী হলেও সেই বাড়ির একমাত্র ছেলে তার সমবয়সী এবং নিত্য খেলার সাথী। তাকে এবং মাঝির ছেলে নিবারণকে নিয়ে শুরু হয় সুন্দরবনে তাদের নিত্যদিনের জীবন বাজি রাখা যাত্রা যা অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ।

সুন্দরবন বলতেই বুঝি বাঘ। আমরা যারা বাইরে থাকি তারা এর বেশী জানিই বা কি! এই ব‌ই পড়ে কত‌কিছুই‌ না জানলাম! জানলাম,বাঘ থেকে সুন্দরবনের মহিষ‌ও কম শক্তিশালী না। জানলাম,পাখিরা অদ্ভুত উপায়ে বনের জন্তুদের বিপদের আশঙ্কা দেখলেই জানিয়ে দেয়। জানলাম,কুমিরের হা করা মুখের মধ্যে আরামসে চার পাঁচটা পাখি ঢুকে ঘুরে বেড়ায় কুমির তাদের খায় না। বনের জন্তুতে জন্তুতে যেমন শিকার হয়,তেমন‌ই তাদের মধ্যে একটা রহস্যময় সন্ধিও যেন আছে!

ছেলেটার সাত বছরের সুন্দরবনের এই যাত্রা পড়তে পড়তে রোমাঞ্চিত হবেন,গাঁয়ে কাটা দিয়ে উঠবে। চাঁদের পাহাড় যাদের ভালো লেগেছে তাদের এটা পড়াই উচিত।
Profile Image for Samsudduha Rifath.
425 reviews22 followers
December 13, 2022
ইশরাক অর্ণব ভাইয়ের রিভিউটা দেখে বইটা পড়ার আগ্রহ জন্মে। কাল শেষ করলাম বইটা। নীলু,মনু ও নিবারণ এর সাথে মনে হচ্ছিলো আমিও সুন্দরবনের গহীন অরণ্যের মধ্যে আছি। পদের পদের বিপদসংকুল পরিবেশে বাঘ,কুমির, হাঙর, সাপ এদের হাত থেকে বাচার বর্ণনা পড়ে অনেক ভালো লাগলো। এডভেঞ্চার গল্প হিসেবে একটা আদর্শ বই।
Profile Image for Esha Tujjohora.
275 reviews8 followers
July 31, 2024
মন ছুঁয়ে গেল একেবারে…

বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের লেখনী বরাবরই ভাল লাগবার মতো। আর এই বইটা…?… অসাধারণ…!
সুন্দরবনে কাটানো জীবনের অভিজ্ঞতা যেভাবে বর্ণনা করা হয়েছে, বন্যজীবনের যেসব দিক তুলে ধরা হয়েছে…এছাড়াও বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধের যে অপূর্ব নিদর্শন ফুটে উঠেছে— সব মিলিয়ে বইটা ভালো লাগতে বাধ্য।
Profile Image for Md. A. M. Tarif.
107 reviews2 followers
December 4, 2024
"টাকা হলে মনে আসবে অহংকার, আর তা থেকে আসবে বিলাসের ইচ্ছে ,তখন এই 'এমন সুন্দর জায়গা' থেকে চিরনির্বাসন হয়ে যাবে ।'

-'আশীর্বাদ করি ,তুমি মানুষ হও '
-'দাদু,মানুষ হওয়া মানে বড়লোক হওয়া না তো?'
-'টাকার বড়লোক নয় "

সপ্তাহখানেক হলো বইটা নিয়ে দারুণ আলোচনা দেখছিলাম ।আজ বিকালে 'মীর আফসার আলী' ভাইয়ের অডিওবুক থেকে শুনে ফেললাম ।

অনেক পরিমাণে এডভেঞ্চার ,একটুখানি থ্রিলের দারুণ কম্বিনেশন ।লেখক এর লেখনী স্কুলজীবন থেকেই ভালো লাগে ।সুন্দরবনের প্রকৃতি,বসবাসরত মানুষের জীবন,বেড়ে ওঠা কিশোরদের চঞ্চলতাকে খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন বইটাতে।
Profile Image for Alvi Rahman Shovon.
468 reviews15 followers
September 1, 2025
চমৎকার একখানা উপন্যাস। পড়তে পড়তে মনে হচ্ছিলো অ্যাডভেঞ্চারগুলো চোখের সামনেই ঘটছে। বিভূতি বাবুর লেখনীশৈলী নিয়ে আলাদা করে কিছু বলার নেই।

দ্বীপে থাকা সেই বুড়ো দাদুর কথাটা মনে ধরেছে খুব - 'মানুষ হও, সময় কখনো নষ্ট কোরো না।'

সবকিছুর সুন্দর সমাধান শেষটায় হলেও কেমন জানি মন খারাপ করা ভাব রেখে গেলো।
Profile Image for Titu Acharjee.
258 reviews33 followers
March 10, 2022
একমাত্র বিভূতিই পারেন এমন মায়াজাল রচনা করতে।
Profile Image for Sabbir  Ahmed.
23 reviews
January 15, 2023
পড়ে এত ভালো লাগলো যে আমি মুগ্ধ!😍
Profile Image for Kamrul islam Arafat .
45 reviews
January 4, 2024
বছরের প্রথম পড়া বই, শেষ করে
ভালো লাগছে।পড়তে পারেন।।।
Profile Image for Raihan Ferdous  Bappy.
227 reviews13 followers
November 8, 2024
শনিবার, ৯ নভেম্বর
রাত ১২:১২।

বইটা শেষ করেছি গতকাল। চাকরির পড়াশোনার চাপে বাজে অবস্থা। তার মধ্যেই যা একটু আধটু বই পড়ে নিচ্ছি আর কি! মাথা ঠান্ডা রাখতেও তো হবে। তাই না?

যাইহোক, "সুন্দরবনে সাত বৎসর" বইটা লিখেছেন আমার প্রিয় লেখকদের মধ্যে অন্যতম লেখক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়। তিনি কিরকম লেখক তার পরিচয় নিশ্চয় আমাকে নতুন করে দিতে হবে না। অনবদ্য একজন লেখক ছিলেন তিনি।

দিনু রায় তার দাদামশাইয়ের সাথে মেলা দেখতে এসে ডাকাতদের খপ্পরে পড়ে। সেখান থেকে ডাকাতের দল তাকে অপহরণ করে সুন্দরবনে নিয়ে আসে। সেই অপহরণের পরের সাত বছর কিভাবে কাটলো, কি কি হলো দিনুর সাথে তা নিয়েই বইটি লিখা।

এই বইয়ে আমার সবচাইতে পছন্দের চরিত্র সম্পর্কে কিছুটা হলেও বলা উচিত। তিনি হচ্ছেন, কালীবর রায়। আহা! কি অনবদ্য একটা চরিত্র। আমি তার সম্পর্কে কিছুই বলবো না। যারা পড়েননি তাদের কাছে মিস্ট্রি হিসেবেই রাখি চরিত্রটাকে। পড়ার পরেই বুঝবেন কেনো তাকে আমার এতো ভালো লেগেছে।

সবমিলিয়ে, বেশ ভালো একটা বই। হ্যাঁ, বিভূতিভূষণ বাবুর "চাঁদের পাহাড়-এর সাথে যদি এর তুলনা করতে যান, তবে বলবো "চাঁদের পাহাড়ের" রেঞ্জটাই আলাদা। ওটার সাথে কোনোভাবেই তুলনায় যাওয়া যাবে না। তবে, এটা যে উপভোগ করার মতো একটা বই তা নিয়ে কোনো সন্দেহ নাই।
Profile Image for Ariyan Reads.
2 reviews
September 11, 2025
আমি আজকে তোমাদের যে বই সম্পর্কে বলবো তার নাম হলো সুন্দরবনে সাত বৎসর।
এই বইয়ের মূল চরিত্র নীলমণি রায় ওরফে নিলু।বজরা নৌকায় করে দাদার সাথে মেলা দেখতে গিয়ে ডাকাতের খপ্পরে পড়ে নিলু।যেদিন তারা ডাকাতের খপ্পরে পড়ে সেদিন নিলুর দাদা কপিল মুনির মন্দিরে ছিলেন। ডাকাতদল নিলুদের বজরা ডুবিয়ে দিলো এবং নৌকাতে থাকা সবাইকে হত্যা করলো।আর নিলুকে ধরে নিয়ে গেলো সুন্দরবনে তাদের আবাসে।
সে বয়সে কিশোর, সে কীভাবে এতো বিপদ উপেক্ষা করে বের হবে এই সুন্দরবন থেকে? বাধ্য হয়ে সে বনের জীবনের সাথে মানিয়ে নিতে শুরু করে। সাথে দুইজন বন্ধুও জুটে যায়। অবশেষে দীর্ঘ সাত বছর পর সে সুন্দরবন থেকে বের হতে পারলো।
এই গল্পে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে নিলু মনু ও নিবারণের বন্ধুত্ব। মনু হচ্ছে ডাকাতদলের সর্দারের ছেলে। আর নিবারণ হলো মাঝির ছেলে।
Profile Image for Bookreviewgirl_xo.
1,171 reviews99 followers
April 29, 2025
বইটির কিছু ভালোলাগা লাইনগুলো

আহত বাঘ বড় ভয়ানক জানোয়ার।


"কাহাদের এসব জিনিস? কাহারা এখানে কেল্লা বা রাজবাড়ি বানাইয়াছিল অতীত দিনে? কাহারা এখানে তাহাদের অতীত গৌরবদিনের চিহ্ন ফেলিয়া রাখিয়া অজানা পথে চলিয়া গেল? কে তাহারা? কী দিয়া ভাত খাইত তাহারা? কী ভাষায় কথা বলিত? কী করিয়া দিন কাটাইত? কী ভাবিত মনে মনে?
এইসব কথা আমাকে এখনই কেহ বুঝাইয়া বলিতে পারে?"


"এ দ্বীপের রূপ দিনের মধ্যে এতবার বদলায়। যত দেখবে তত আরও ইচ্ছে হবে।"


"সময় কখনো নষ্ট করতে নেই।"
Profile Image for Shanin  Hoque .
27 reviews35 followers
August 14, 2021
বিভূতিভূষণের স্বভাবসুলভ সহজ-সাবলীল ভাষায় রচিত একখানা কিশোর উপযোগী রচনা'সুন্দরবনে সাত বৎসর'।পড়তে আরামদায়ক।জল-জঙ্গল-জীবনের গল্প বলা হয়েছে বিধায় এই ঘরবন্দী সময়ে আরো বেশি করে শান্তি পাচ্ছিলাম।মনে হচ্ছিলো নীলুর সঙ্গী হয়ে আমিও অবারিত প্রকৃতির বেশ কাছাকাছি আছি।প্রকৃতির সান্নিধ্যে থাকার লোভে বইখানা এক বসাতেই শেষ করে ফেললাম।সমাপ্তি অংশ ভালো লাগেনি ; কেমন যে হুট করে শেষ করে দেওয়া হলো। তা বাদে বেশ উপভোগ্য এই বই।
Profile Image for Swakkhar.
98 reviews25 followers
February 18, 2017
প্রিয় লেখক, কিন্তু এ কী তুমুল লেখা, এত বিপদ সুন্দরবনে, মাগো!
Profile Image for Rawnak Sarker.
8 reviews2 followers
February 26, 2019
I really enjoyed this book. This felt like fresh breathe of air from writer himself. But story is very discreet and no solid plot.
Displaying 1 - 30 of 97 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.