What do you think?
Rate this book


120 pages, Hardcover
First published February 1, 2000

If you miss the train
I'm on
You will know that
I'm gone.
You can hear the whistle blow
a hundred miles.🎵🎵


‘তখনও আমার পায়ে ভোরবেলার শিশির লেগে আছে। অথবা আমি সখ করে একটা চোরকাঁটা তুলেছিলাম, তখনও তা দাঁতের ফাঁকে পিষ্ট হচ্ছে। হয়তো-বা হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছি দূরে, বহুদূরে। বাবা ডান হাতের তর্জনি তুলে আমাকে বলছে, ওই যে দূরে পশ্চিমদিকে যে গ্রামটা দেখছ ওটার নাম আলোক দিয়ার। আর ওর পাশেই যে দেবদারু গাছওয়ালা বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওটার নাম পাথারপাড়া। আর ওই যে রেলব্রিজ ওটার নিচেই পায়রা নদী। এক শরতের ভোরবেলার কথা এখনও জীবন্ত আমার কাছে। আমরা হেঁটে যাচ্ছি, রাস্তার পাশের শিউলি গাছ থেকে ফুল ঝরে রাস্তা ঢেকে গেছে। বাবা সেখানে গিয়ে থমকে গেল, আমার দিকে তাকিয়ে মুখে একটু হাসির রেখা ফুটিয়ে বলল, তুমি কি তোমার গায়ে হালকা বাতাসের ছোঁয়া পাচ্ছ?