Jump to ratings and reviews
Rate this book

আনোখা নদী

Rate this book

16 pages, Paperback

First published January 1, 2018

34 people want to read

About the author

হাসান রোবায়েতের জন্ম ১৯৮৯ সালে, বগুড়ায়।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (40%)
4 stars
5 (33%)
3 stars
4 (26%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Rifat.
501 reviews328 followers
February 6, 2022
আম্মাকে দেখতাম, একটা লাল ফড়িঙের সঙ্গে বাড়ি ফিরতে —
সিনেমা শেষে কুলায় গান ঝাড়তে ঝাড়তে আম্মা বলতো—
যেকোনো বাড়ির সবচে বড় অপচয় তার সদর দরজা—

শেষ লাইনটা মনোযোগ কেড়ে নেয়। তাই নয় কি? :D

হাসান রোবায়েতের ছোট্ট কবিতার বই আনোখা নদী। ভারি মলাট নেই, মাত্র ১৬ পৃষ্ঠার বই। ভাবলাম এমনিতেই ছোট তারমধ্যে উৎসর্গের পাতা, ভূমিকা, দামের পাতা থাকলে তো আর কিছুই বাকি থাকে না! বই হাতে পেয়ে দেখলাম মলাটের পাতার অপর পৃষ্ঠাতেই উৎসর্গ পত্র আর বই সম্পর্কিত যাবতীয় তথ্য। উৎসর্গতে লিখা- “নানির মাগফেরাত কামনায়”। তাই কবিতায় পাওয়া যায় এক মা হারা মেয়েকে-
দূরের সন্ধ্যায়
একটা পেয়ারা ফুল মা মরা মেয়ের মতো ডুকরে উঠে হাওয়ায়—

এই বইটা পড়তে গিয়ে হুট করে থমকে যেতে হয়। একটা ইউনিভার্সাল ট্রুথের দিকে নজর আটকে যায়- আমাদের মায়েরও মা আছেন কিংবা ছিলেন; মায়ের কাছ থেকে দূরে থাকা মেয়েটি আদপেই মা হারা! আমাদের মা'ও ছুটন্ত কিশোরী ছিলেন; কিংবা এখনও আছেন! একজন মা হারা মেয়ে ও তার মা'কে কবি হাসান রোবায়েত পরম যত্নে আগলে রেখেছেন এই ১৬ পৃষ্ঠার মধ্যে। হাসান রোবায়েতের শব্দচয়ন ঈর্ষণীয় ( অন্তত আমার কাছে! এইতো সব চেনা শব্দ, দেখা জিনিস, প্রিয় স্মৃতি! তবুও কি এসব মাথায় খেলে!?) চেনাজানা উপাদানে, প্রাঞ্জল ভাষায় হাসান রোবায়েত লিখেন -
একটা ছোট তাক যেখানে ছিল হাঁস
মার্কা নারিকেল তেলের কৌটাটা
অতীতকালে এক ভোটের ব্যবহৃত
ধূসর পোস্টার রয়েছে ঘরে সাঁটা

কিংবা,
অন্ধকারের অন্তর্গত শিমুল
টুপটাপ ঝরতে থাকে সারারাত

রোগনিরাময়কারী হাওয়ায় আম্মা দাঁড়িয়ে থাকে
নিজের ভেতরে, একা—


বইটিতে "আম্মা মেজো মেয়ে, আম্মা কাঁদে খুব" নামের একটি কবিতা আছে। আমার আম্মা অবশ্য মেজো নন, বড় মেয়ে; তবে আম্মা কাঁদবে কি বইখানা পড়ে অনেক দিন বাদে তার ছোট মেয়েই চোখ ডলাডলি করে কূল পায় না! :) বাড়ি থেকে অনেক দূরের ছোট্ট একখানি ঘরে এই কবিতাগুলি পড়ে তার খালি মনে হয়- আম্মা যেন কই দাড়াঁয়ে আছে কিংবা থাকে, নিজের ভিতর একা! আবারও মনে পরে ঐ চিরন্তন সত্য আমার আম্মাও কারও আদরের মেয়ে।


কবিতার বইটার নাম আনোখা নদী কেন? নানান কারণে হতে পারে। বাংলায় আনোখা মানে দেখলাম অচেনা, আবার ওদিকে হিন্দিতে অনন্য অর্থে ব্যবহার হয়। নদী মা নামক একটি জীবনের রূপক হতে পারে। সে হিসেবে অচেনা নদী কিংবা অনন্য নদী ওরফে আনোখা নদী একটি উৎকৃষ্ট আনোখা নাম। আবারও বলতে হচ্ছে কবির শব্দচয়ন ঈর্ষণীয় :)

~৬ ফেব্রুয়ারি, ২০২২

Profile Image for Arupratan.
235 reviews385 followers
December 27, 2022
চোখের জলের মতো কয়েকফোঁটা আকারের এই কবিতার বইটি চোখের জলের মতোই সরল রহস্যময়। এই কবির কাব্যমননের কেন্দ্রবিন্দুতে, অন্তত এই বইটির ক্ষেত্রে, সেই নারীটি নেই, সাধারণত যেই নারীটি থাকে পৃথিবীর আপামর কবিদের কুঠারের ধারালো কিনারে, কিংবা পালকের নরম ডগায়। অর্থাৎ কবিদের প্রেমিকারা। অথচ এই কবিতাগুলোকে ভালোবাসার কবিতা ছাড়া আর কী-বা বলা যায়? ষোলো পৃষ্ঠার পরিসরে এই বইতে ছড়িয়ে আছে মাত্র তেরোখানি নম্র কবিতা। প্রতিটি কবিতার অনুষঙ্গে জড়িয়ে রয়েছে কবির আম্মার প্রসঙ্গ। অন্ধকারের অন্তর্গত শিমুল যখন টুপটাপ ঝরতে থাকে সারারাত, রোগনিরাময়কারী হাওয়ায় কবির সেই আম্মা, দাঁড়িয়ে থাকেন নিজের ভেতরে, একা—

আমার বাড়ি নবদ্বীপ থেকে চাপড়া নামের জায়গাটিতে যেতে মোটরবাইকে সময় লাগে খুব বেশি হলে এক ঘন্টা। কয়েকদিন আগে পাঠকবন্ধুদের কাছে তাদের বাৎসরিক প্রিয় বইয়ের নাম জানাতে অনুরোধ করেছিলাম। গুডরিডসের অনেক পুরোনো বন্ধু (সম্ভবত সবচেয়ে পুরোনো বন্ধু) রিফাত, প্রায় কুন্ঠিত হয়ে দুটো বইয়ের নাম জানায় আমাকে। তার মধ্যে এই বিশীর্ণকায় কবিতার বইটি অন্যতম। হারুনের কাছে বইটির খোঁজ নিলে স্বয়ং কবির থেকে বইটির পিডিএফ চেয়ে আনে হারুন (বন্ধুভাগ্য!)। বইটি খুলে দেখি, বাংলাদেশের বগুড়া জেলার কবির এই বইটি প্রকাশিত হয়েছে ভারতের নদীয়া জেলার সেই চাপড়া থেকে! ঘর হতে শুধু দুই পা ফেলিয়া...!

কবি হাসান রোবায়েতের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে অনুপম দৃশ্য ও চিত্রকল্পময় পরিবেশমাধুর্য সৃষ্টির পারদর্শিতায়। শব্দের উপমাময়, গভীর ইঙ্গিতবাহী, রহস্যময়, ছলনাময় ব্যবহারে, শীতনিশীথে গায়ে জড়িয়ে রাখা পুরাতন চাদরের মতো পাঠকের অনুভবে জড়িয়ে থাকে, জামের নিধু বনে যেসব হাঁসেদের লাল পায়ে পায়ে বাজছে সন্তুর, সেইসব হাঁসেদের বুকের উষ্ণতা। "আনোখা" শব্দটির বাংলা অর্থ হতে পারে - "অনন্য", কিন্তু ইংরেজি প্রতিশব্দটা বললে অর্থটা আরো পরিষ্কার হবে - "unique". আমাদের প্রত্যেকের জীবনে এই অনন্য, unique নদী আর কে হতে পারে, আমাদের মা ছাড়া? মোরগ জবাই করা সন্ধ্যায় যখন কবির আম্মা গিঁট মেরে বেঁধে রাখতেন মৌসুমী হাওয়ার দিন... কিংবা, নিমগাছের অমলিন ব্যথায় কবির আম্মা লেপে দিতেন হাতের অন্ধকার... আমিও একটু আগে, কবিতাগুলো পড়ার ফাঁকে দেখে এলাম, আমার আম্মা, আমার মা, নিবিষ্ট মনে বুনছে আমার জন্যে মেরুন রঙের সোয়েটার। আমার চোখে অনর্থক জল এলো। জানিনা ক্যানো মনে পড়ে গ্যালো এই বইয়ের কয়েকটা লাইন—
সিনেমার দিনশেষে সন্ধ্যাতারার নিচে
আম্মা চাল ঝাড়তে বসলে
গমগমে নিস্তব্ধতার ভেতর একটা বাঁশপাতা
ক্রমশ পেরিয়ে যায় চিত্রার্পিত হাওয়া...

...একটা সাইকেলের বেল চিরকাল বেজে যাচ্ছে
পত্রছিন্ন সন্ধ্যায়—





(রিফাত এবং হারুনকে কৃতজ্ঞতা)




.
Profile Image for Akhi Asma.
232 reviews465 followers
April 29, 2021
কামারজানির থেকে ফিরে আসে কলমির শীত
ভাঁপ দিয়ে চিমনি মাজতে মাজতে
আম্মার সমস্ত কথা
ঝরঝর করে পড়ে যায় নিরন্ন হাওয়ায়
যেন সমস্ত উড্ডীনতার ভেতর একটা সাইকেল
থমকে আছে সোনালুর ডালে
তখন, পৃথিবীর ধানভর্তি চোখ
তাকিয়ে থাকে আগুনের নীরবতার দিকে
জিয়ানো শিঙের ঘাইয়ে ব্যথা পায় আম্মার শ্লোক
অন্ধকারের অন্তর্গত শিমুল
টুপটাপ ঝরতে থাকে সারারাত

রোগনিরাময়কারী হাওয়ায় আম্মা দাঁড়িয়ে থাকে
নিজের ভেতরে, একা--

দূরের সন্ধ্যায়
একটা পেয়ারা ফুল মা মরা মেয়ের মতো ডুকরে উঠে হাওয়ায় --


~

কবি হাসান রোবায়েতের নাম আপনারা শুনেছেন কিনা আমি জানিনা, তবে আমার উনার লেখার সাথে পরিচয় হয় ফেসবুক থেকে, পরবর্তীতে আমি উনার সব বই সংগ্রহ করার চেষ্টা করি এবং করেছিও, শুধু একটা বই ছাড়া।

আমার কাছে উনার সব কবিতাই ভালো লাগে, এটাও একটা কবিতার-ই বই। কোনদিন কভার ছাড়া কোন বই পড়েছেন? আমি পড়িনি। কিন্তু এই বইটা কভার ছাড়াই ছোট্ট একটা বই, মাত্র ১৬ পৃষ্ঠার।
বইটার কবিতাগুলো সবগুলোই আম্মাকে নিয়ে। এবং কবিতাগুলো এতো সুন্দর আর সহজ, আপনি পড়ে মুগ্ধতো হবেন-ই, আর বুঝতেও সমস্যা হবেনা।
আমার খুবি ভালো লেগেছে, এরপরে পড়বো ঘুমন্ত মার্কারি ফুলে। কবির জন্য শুভকামনা।
Profile Image for Yeasin Reza.
515 reviews87 followers
December 14, 2024
তখন, পৃথিবীর ধানভর্তি চোখ
তাকিয়ে থাকে আগুনের নীরবতার দিকে
জিয়ানো শিংড়ের গায়ের ব্যথা পায় আমার স্লোক
অন্ধকারের অন্তর্গত শিমূল
টুপটাপ ঝরতে থাকে সারারাত

রোগনিরাময়কারী হাওয়ায় আম্মা দাঁড়িয়ে থাকে
নিজের ভেতরে, একা।


হাসান রোবায়েতের কবিতার ধরণ আমার ভালো লাগে। তাঁর কবিতার সাথে পরিচিত হয়েছি আমি হারুন ভাইয়ের বরাতে বছরখানেক আগে। ' মুসলমানের ছেলে' কাব্যগ্রন্থ আমার অভিনব লেগেছিলো। ' আনোখা নদী ' ও আমার বেশ লেগেছে। ইদানীং নাকি তাঁকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। তবে কাব্যগ্রন্থের বাইরের হাসান রোবায়েতের ব্যাপারে আমি কিছুই জানিনা। এ পর্যন্ত কবি হিসেবে তাঁর ভালোই ইম্প্রেশন আমার কাছে।
Profile Image for Zubayer Kamal.
84 reviews20 followers
March 2, 2022
এটা হাসান রোবায়েতের আমার পড়া প্রথম বই। প্রচ্ছদহীন মাত্র ১৬ পৃষ্ঠার ক্ষুদ্র পুস্তক। আকারে ক্ষুদ্র হলেও মায়ের সঙ্গে আত্মিক যোগাযোগের কী নিদারুণ ও বিশাল দৃশ্য আঁকলেন এই কবিতার বইয়ে।

ইশ যদি অনেক মানুষকে বইটা পড়ানো যেত, কবিতাগুলো অনেক মানুষের কবিতা।
1 review
January 16, 2021
খুব ভালো একটি বই
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.