এটা একটা মাস্টারপিস, ছোট থেকে বড় সবাই ফেলুর গল্প পরেই মুগ্ধ হয়েছে । ফেলুদা একটা আইকন, বাংলায় জন্মে কেও ফেলু মিত্তির এর নাম শোনেনি এমন লোক পাওয়া দুষ্কর, বা রাস্তায় সবুজ অ্যাম্বাসেডর দেখলে কেও লালমোহন গাঙ্গুলির কথা মনে করেন না এরম লোক ও কম।
এই চরিত্রের ক্রিটিক্যাল বিশ্লেষণ করার যোগ্যতা আমার নেই । ফেলুদা একটা আলাদা জগৎ, যেখানে প্রতি দিনই কেও না কেও হারিয়ে যায়, যেতে ভালোবাসে । ফেলুদার মগজাস্ত্রের খেলায় স্তম্ভিত হয়, গল্পের মধ্যে উত্তেজনা খুঁজে পাই, নিজেকে তোপসে মনে করে ফেলুদার সাথেই যেনো কেস সলভ করতে লেগে পরে ।
Prodosh C. Mitter একটা সাধারণ চরিত্র নয় । বইয়ের পাতার মধ্যে বেছে থাকা আলাদা একটা দুনিয়া সে। এবং সে দুনিয়া বেছে থাকবে অমর্ত্য সময় ধরে । যতদিন বাঙালি তার কালচার কে ভালোবাসবে, বাঙালি সাস্কৃতি কে ভালোবাসবে, ফেলুদা বেছে থাকবে । ফেলুদা অমর ।