What do you think?
Rate this book


276 pages, Hardcover
Published February 1, 2025
মাছি-রা এসেছিল মথ রাজার দরবারে। তারাও মথের সম্মান চায়, কারণ তারাও উড্ডীন। মথের রাজা তাদের পরীক্ষা দিলেন : যাও, আলো খোঁজো। আলো খুঁজে ফিরে এসো দরবারে, যদি মথ হতে চাও। দলবলে সব মাছি বেরিয়ে পড়লো আলোক সন্ধানে, পৃথিবীব্যাপী যতখানে আছে আলো, কুপির আলো, চুলার আলো, শ্মশানের আগুন, দাবানল... সারাদিন শেষে উড়ে ফিরে এলো দরবারে। খতিয়ান জানালো, "দেখলাম, সবিস্তারে আলোর সম্ভার..." শুনে মথ-রাজা হাসলেন। "ফিরে এলে? আলো দেখে ফিরে এলে? ঠিক এইজন্যেই তোমরা মথ হতে পারবে না। কারণ মথ, সে আলোকের সন্ধান পাওয়ামাত্র আর নিজস্বতায় থাকে না, বিলীন হতে চায় আলোকে, হারায়, আর ফেরে না..."